বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা টীম জিজান সফর
০৮-০৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার ও শনিবার
(সময়: সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত)
স্থানঃ হ্যাপি টাইম পার্ক সংলগ্ন ক্লাব, বলোদিয়া অফিসের সামনে (সাগরের পাড়), জিজান!
বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা টীম জিজান সফর |
কনস্যুলার সেবাসমূহঃ-
MRP রি-ইস্যু ঃ-
যাদের MRP এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা মেয়াদ উত্তীর্ণ হবার পথে, তাদের MRP রি-ইস্যু করা হবে। MRP রি-ইস্যু করার সময় পাসপোর্ট এবং ইকামার ফটোকপি সহ মূল পাসপোর্ট এবং মূল ইকামা সঙ্গে
আনতে হবে।
রি-ইস্যুর ফি সাধারণ ১২৫ রিয়াল এবং পেশাজীবী ৪১৫ রিয়াল।
MRP (নবজাতক) ঃ-
নবজাতকের MRP এর জন্য পিতামাতার পাসপোর্টের ফটোকপিসহ মূল পাসপোর্ট এবং ইকামা, শাহাদা মিলাদ, নবজাতকের A4 সাইজের রঙ্গিন ছবি, জন্মনিবন্ধন সনদ, পিতামাতার পাসপোর্ট সাইজের পিতামাতার অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি সাথে আনতে হবে।
MRP ডেলিভারিঃ MRPডেলিভারি নেওয়ার সময় পুরানো পাসপোর্ট ও মানি রিসিট অবশ্যই সাথে আনতে হবে।
MRP নবায়ন ঃ-
(১/২) বছরের পাসপোর্ট নবায়ন এর জন্য মূল পাসপোর্ট এবং মূল ইকামা সঙ্গে আনতে হবে। ফি
(সাধারণ) বছর প্রতি ৫০ রিয়াল এবং পেশাজীবী বছর প্রতি ১২৫ রিয়াল। উল্লেখ্য, শুধুমাত্র ইকমা নবায়নের জন্য এ নবায়ন করা হয়। তবে জরুরী ১/২ বছর নবায়ন করে বাংলাদেশ/আন্তর্জাতিক ভ্রমণ করা যাবে না।
অন্যান্য সেবাঃ-
ও ট্রাভেল পারমিট প্রদান, প্রত্যয়ন ও সত্যায়ন কার্যক্রম।
শ্রম কল্যাণ সংক্রান্ত সেবাঃ-
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও প্রবাসী কার্ড বিতরণ; নিবন্ধন ফি ১৭০ রিয়াল। স্পেশাল এক্সিট প্রোগ্রামের (SEP) আওতায় আবেদন প্রক্রিয়াকরণ; হুরুব প্রাপ্তদেরকে আইনী
সহায়তা প্রদান; বিজ্ঞ আদালতে মামলা দায়ের প্রক্রিয়াকরণ; শ্রম বিরোধ সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আইনী সেবা প্রদান: মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ; অন্যান্য আইনী সেবা/আইনগত পরামর্শ প্রদান ইত্যাদি।
এছাড়াও আরও অনেক সেবা প্রধান করা হবে যেমন,
সোনালী ব্যাংকের সেবাঃ-
একাউন্ট খোলা দেশে সোনালী ব্যাংকের যে কোন শাখায় একাউন্ট খোলা হয়। একাউন্ট খুলতে
আবেদনকারীর পাসপোর্ট ও ইকামার কপি, দুই কপি ফটো এবং নমিনীর পসপোর্ট অথবা ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি ও এক কপি ফটো লাগে।
ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বস্তুঃ-
সর্বাধিক লাভজনক ৫ বছর মেয়াদী বড় করা যায়। বড় করার জন্য যে সমস্ত কাগজপত্রের প্রয়োজনা ১. বন্ডের হিসাবে টাকা পাঠানোর স্লিপ, ২. বৈধ পাসপোর্ট ও ইকামার ফটোকপি ৩. ভোটার আইডি কার্ডের ফটোকপি, ৪. পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, ৫. বাংলাদেশে ব্যাংক হিসাব নম্বর, ৬. জব সার্টিফিকেট, ৭. অংগীকারনামা। এবং নমিনীর এক কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটো কপি সাথে করে নিয়ে যেতে হবে।