কানাডার শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী শন ফ্রেজার কানাডায় ভিসামুক্ত প্রবেশের বিষয়ে একটি নতুন ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৬ জুন) ম্যানিটোবা প্রদেশে এক অনুষ্ঠানে শন ফ্রেজার বলেন, এখন থেকে অন্য ১৩টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই আকাশপথে কানাডায় আসতে পারবেন। আগে প্রায় ৫০টি দেশের নাগরিকরা এই সুবিধা পেতেন। এই তালিকায় যুক্ত হয়েছে ১৩টি নতুন দেশ।
এই ১৩টি দেশের পাসপোর্টধারীদের কানাডায় প্রবেশের জন্য টেম্পরারি রেসিডেন্স বা ভিজিট ভিসার প্রয়োজন নেই। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
ফিলিপাইন
মরক্কো
পানামা
এন্টিগা অ্যান্ড বারবুডা
সেন্ট কিটস অ্যান্ড নেভিস
সেন্ট লুসিয়া
সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনস
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
আর্জেন্টিনা
কোস্টারিকা
উরুগুয়ে
সেশেলস
থাইল্যান্ড
শর্ত প্রযোজ্য
উল্লেখিত যে, ১৩টি দেশের সকল নাগরিক ভিসা ছাড়া কানাডায় প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র যারা গত ১০ বছরে অন্তত একবার কানাডার ভিসা পেয়েছেন বা যারা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্থায়ী ভিসা ধারণ করেছেন তারাই এই সুবিধার জন্য যোগ্য।
ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য এই সুবিধা দেওয়া হয়েছে। এর আগে ২০১৭ সালে পাইলট প্রকল্পে এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। প্রকল্পটি শেষ পর্যন্ত ইতিবাচক ছিল।