ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি সহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানের মৃত্যুর খবর।
হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন'
ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
''প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও হেলিকপ্টারে থাকা অন্য সকল যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছে,'' ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন। তবে স্পর্শকাতর বিষয় হওয়ায় তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি।
এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেন কলিভান্দ জানান, হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে অনুসন্ধান দল। "সেখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই।"
স্থানীয় গণমাধ্যমে বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি প্রকাশ
স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্টে একটি ড্রোন ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটির পাহাড়ে গায়ে পড়ে আছে।
ফুটেজটি প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ
ইরানের অন্তবর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার
ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ মোখবার-এর নাম অনুমোদন করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
তিনি দুই মাস এ দায়িত্ব পালন করবেন।
ইরানের সংবিধান অনুযায়ী, আগামী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।