সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামী ১৬ জুন।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে আগামীকাল শুক্রবার (৭ জুন) জিলহজ মাস শুরু হবে। এ মাসের ১০ তারিখ ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হবে।
একই সাথে সৌদিতে সরকারি বেসরকারি সকল সেক্টর ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে, সূত্র অনুযায়ী আগামী ১৫ জুন ২০২৪ তারিখ থেকে ১৮ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ১৭ জুন । ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা এ তথ্য জানিয়েছেন।