ওমানে তুচ্ছ ঘটনায় বন্ধুদের হাতে বন্ধু খুন |
ওমানে তুচ্ছ ঘটনায় এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই বাংলাদেশির নাম আনামুল হক। ঘাতক ব্যক্তিরাও বাংলাদেশি এবং আনামুলের বন্ধু ও সহকর্মী।
ঘটনার দিন সাধারণ এবং তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আনামুলের উপর হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় আনামুলের মৃত্যু হয়। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী রত্নপুর এলাকায়।
নিহতের পরিবার জানায়, আনামুল ওমানের বারকা অঞ্চলে কাজ করতেন। অভিযুক্তরা এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তবে হত্যার প্রকৃত কারণ জানা যায়নি।